---Advertisement---

পূর্বস্থলী রেল স্টেশনে বোমাতঙ্ক, ঘটনাস্থলে বোম্ব স্কোয়াড, চাঞ্চল্য

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্বস্থলী: রাজ্যজুড়ে ভোট পরবর্তী নানা হিংসাত্মক কর্মকাণ্ড অব্যাহত। এরই মাঝে রবিবার বিকেলে পূর্বস্থলী স্টেশনে বোমাতঙ্কে চাঞ্চল্য ছড়াল। যদিও রেল লাইনের উপর সুতলী দিয়ে বাঁধা একটি যে বস্তুটি পুলিশ উদ্ধার করেছে সেটি আসলে বোম কিনা তা পরীক্ষা করে দেখার জন্য ইতিমধ্যে বোম্ব ডিস্পোজাল স্কোয়াড ঘটনাস্থলে হাজির হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

বিজ্ঞাপন
রেল ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বিকেলে পূর্বস্থলী স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের নিচে বোমার মতো দেখতে বস্তুটি স্থানীয় মানুষ দেখতে পায়। এরপর স্টেশন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় পূর্বস্থলী স্টেশন মাস্টারকে। এরপর খবর যায় পূর্বস্থলী থানায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে পৌঁছায় পূর্বস্থলী থানার পুলিশ। 
তড়িঘড়ি  লাইনের উপর থেকে দাঁড়িয়ে থাকা ট্রেনটিকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে রেল। তারপরই দেখা যায় বোমের মতো একটি বস্তু পড়ে রয়েছে। আদৌ ওটি বোম, না কি অন্যকিছু তা জানার জন্যই রেলের বোম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছে আরপিএফ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
See also  ২৪ঘণ্টার মধ্যেই বাস থেকে যাত্রীর চুরি যাওয়া গহনা উদ্ধার করল মেমারি থানার পুলিশ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---