পূর্ব বর্ধমানের আউশগ্রাম, মাধবডিহি ও মেমারি থানা এলাকায় বজ্রাঘাতে মৃত ৩ আহত ৭
ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: শনিবার তিনটি পৃথক ঘটনায় পূর্ব বর্ধমানের আউশগ্রাম, মাধবডিহি ও মেমারি থানা এলাকায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে,জখম হয়েছেন ৭ জন। শনিবার দুপুরে মাধবডিহি থানার আরুই পঞ্চায়েতের নিলুট গ্রামে ৩ জন মহিলা মাঠে আমন ধান রোপনের কাজ করছিলেন। সেইসময় বজ্রপাত ঘটে। তাতে শুকুরমণি সোরেন (২৪) নামে এক মহির মৃত্যু হয়। তাঁর বাড়ি জামালপুর থানার শম্ভুপুর গ্রামে। বজ্রপাতে জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মণিকা মাণ্ডি (২৪) ও মানসী হেমব্রম (২৩)। তাঁদের বাড়ি নিলুট গ্রামেই।
অন্যদিকে, এদিনই আউশগ্রামের বিল্বগ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে ১ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও ৫ জন। মৃতের নাম বনমালী ধারা (৬০)। গুরুতর জখম রবি বাগদি (৪১), মমতা বাগদি (২৭), মঞ্জু বাগদি (৪০), জ্যোৎস্না বাগদি (২৮) ও শেফালি বাগদি (৪৫) কে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের সকলের বাড়ি বিল্বগ্রামেই।
এদিকে মেমারির কাশিয়াড়া গ্রামে বজ্রপাতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃতের নাম কালিরাম হাঁসদা (৩৫)। বাড়ি মেমারির সাহানগর গ্রামে। এদিন রাজমিস্ত্রীর জোগাড়ের কাজ করছিলেন কাশিয়াড়া গ্রামে। সেই সময় বাজ পড়ে মৃত্যু ঘটে তাঁর।