ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত আউশগ্রাম, কেতুগ্রাম, মঙ্গলকোটের দায়িত্বে থাকা বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এবার নাম না করে সোচ্চার হলেন তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সদ্য রাজ্য চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পাওয়া তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী।
বৃহস্পতিবার বর্ধমান সার্কিট হাউসে সাংবাদিক বৈঠকে সিদ্দিকুল্লাহ চৌধুরী এদিন একাধিক ইস্যুতে কার্যত দলের মধ্যেই প্রশ্ন তুলে দিয়েছেন। বৃহস্পতিবার মন্ত্রী সার্কিট হাউসে পূর্ব বর্ধমান জেলার সংখ্যালঘু সেলের চেয়ারম্যান হিসাবে সদ্য দায়িত্ব পাওয়া ডা. ইন্তেখাব আলম সহ সংখ্যালঘু সেলের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। এদিন এই বৈঠকে হাজির ছিলেন সংখ্যালঘু সেলের জেলা চেয়ারম্যান ডা. ইন্তেখাব আলম সহ জেলা পরিষদ সদস্য নুরুল হাসান, জেলা নেতা আব্দুর রব, আইএনটিটিইউসি সভাপতি ইফতিকার আহমেদ(পাপ্পু), প্রাক্তন কাউন্সিলার সাহাবুদ্দিন খান প্রমুখরাও।
আগামী দিনে গোটা জেলা জুড়েই সংখ্যালঘু সেলকে চাঙ্গা করার বিষয়ে একাধিক কর্মসুচী নিয়ে মন্ত্রী বিস্তারিত আলোচনাও করেন। পরে সাংবাদিক বৈঠকে সিদ্দিকুল্লাহ জানিয়েছেন, চলতি অক্টোবর মাস থেকে জানুয়ারী মাসের মধ্যে গোটা রাজ্য জুড়েই সংখ্যালঘু সেলকে চাঙ্গা করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, বিজেপি ঘাড়ে নিশ্বাস ফেলছে। আর তাই দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সর্বাত্মকভাবে সংখ্যালঘু সেলকে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, তাঁকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।