---Advertisement---

পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে ঢুকে পড়ল দুটো দাঁতাল, লকডাউন ভেঙে জনতার ভিড়

Souris Dey

Published


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: করোনা আতঙ্কের মধ্যেই এবার হাতির আক্রমণ। শনিবার সকাল থেকেই পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের খেঁজুরহাটি, ওয়ারী, কৈশর, আলিপুর, নিশ্চিন্তপুর গ্রামের ধান জমি দাপিয়ে বেড়াচ্ছে দুুটো দাঁতাল। শনিবার ভোরে বাঁকুড়ার পাত্রসায়রের দিক থেকে এই হাতির দল খণ্ডঘোষ এলাকায় ঢুকেছে বলে গ্রামবাসীরা জানিয়েছেন। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।

বিজ্ঞাপন
ইতিমধ্যেই বনদপ্তরের হুলা পার্টি হাতি তাড়াতে মাঠে নেমে পড়েছে। বনদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল রাত থেকেই হাতি ঢুকে পড়ার খবর ছিলো। হাতি তাড়াতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়। পানাগড়, বর্ধমান রেঞ্জের ফরেস্ট অফিসার সহ হুলা পার্টির কর্মীরা নেমে পড়েন হাতি তাড়াতে। যদিও এখনো পর্যন্ত জনবসতির কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। তবে ধান জমির আংশিক ক্ষতি হবার সম্ভাবনা আছে বলেই প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। 
এদিকে গ্রামে হাতি ঢোকার খবরে এই লকডাউন অবস্থাতেও প্রচুর মানুষ রাস্তায় বেরিয়ে পড়েন। প্রশাসনের পক্ষ থেকে মানুষকে ঘরে থাকার আবেদন জানানো হয়েছে।
See also  বর্ধমানের নবাবহাটে জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে চারচাকার ধাক্কা কন্টেনারে, মৃত ১
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---