পূর্ব বর্ধমানের ২১ কৃতি ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: আগামী ৭ অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় চলতি বছরের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা এবং ইংরাজী মাধ্যমের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেবেন। 

বিজ্ঞাপন

পূর্ব বর্ধমান জেলা সর্বশিক্ষা প্রকল্পাধিকারিক মৌলি সান্যাল জানিয়েছেন, এবারে করোনা পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রীর প্রতিবারের মত কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানাতে পারেননি। তাই আগামী ৭ অক্টোবর ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে গোটা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার ২১জন ছাত্রছাত্রীকে সম্বর্ধনা জানাবেন। 

কৃতি ছাত্রছাত্রীদের হাতে মুখ্যমন্ত্রী স্বাক্ষরিত শংসা পত্র ছাড়াও তাঁদের দেওয়া হবে একটি করে ল্যাপটপ, মেডেল, বই, চকোলেট এবং মিষ্টি। আগামী বুধবার দুপুর ৩টেয় এই ভার্চুয়াল সম্বর্ধনা অনুষ্ঠান হবে বর্ধমানের বিডিএ সভাঘরে।                       ছবি – ফাইল

আরো পড়ুন