পূর্ব বর্ধমানের ৯টি বিধানসভায় প্রার্থী দিচ্ছে আদি বিজেপি, কোন্দল তুঙ্গে

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার দুটি মহকুমার ৯টি বিধানসভায় নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন করতে চলছেন আদি বিজেপির সদস্যরা। দলীয় পতকা নিয়েই মিটিং মিছিল থেকে প্রচার করবেন এই ৯জন প্রার্থী। ইতিমধ্যে আদি বিজেপির সদস্যরা নিজেদের মধ্যে আলোচনায় বসে ৯ জনের প্রার্থী তালিকাও চুড়ান্ত করে ফেলেছেন।

বিজ্ঞাপন

 আউশগ্রামের প্রাক্তন মন্ডল সভাপতি স্মৃতিকান্ত মন্ডল জানিয়েছেন, ‘তাদের দলের রাজ্য নেতারা দলেরই নীতি আদর্শ থেকে সরে আসছেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দেখানো পথে এখন পার্টির নেতারা হাঁটছেন না। সন্দীপ নন্দীর বিরুদ্ধে তাদের লড়াই ছিল। সমস্ত প্রমান সহ তারা সন্দীপের দুর্নীতির কথা তুলে ধরেছিলেন রাজ্য, কেন্দ্রের পর্যবেক্ষকের কাছে। ফল কি হল! সন্দীপের প্রমোশন আর তাদের বহিস্কার! 

তিনি জানান, এবারে তারা সেটাই দেখিয়ে দেবে, তাদেরও কোন ক্ষমতা রয়েছে কিনা। ৯টি বিধানসভার প্রার্থী তালিকা তৈরী তাদের। মনোনয়নের পরেই প্রকাশ করব। নাহলে হাতে পায়ে পড়ে যাবে সবাই। আর লিখে রাখুন, সন্দীপ সহ তার চামচাদের তারা হারাবেই। তারাই আদি বিজেপি। তারাই সিপিএম-তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে এসেছে। আগামীদিনেও করবে।’ 

বিজেপির রাজ্যের মুখপত্র শমীক ভট্টাচার্য এ বিষয়ে কোন মন্তব্য করতে চাননি। বিজেপির জেলার সাধারণ সম্পাদক সুনীল গুপ্তা জানিয়েছেন, ‘কেন্দ্র ও রাজ্য নেতৃত্ব যাঁদের প্রার্থী হিসেবে ঘোষনা করেছে তাদের হয়েই প্রচারে নেমেছেন তারা। জয় নিশ্চিত।’ 
বিজেপির এই কোন্দলে সুবিধা হবে কি? রাজ্য তৃণমূলের মুখপত্র দেবু টুডু জানিয়েছেন, ‘তাদের জেলার ষোলটা আসনেই তারা জিতবে। মানুষ তাদের সঙ্গেই আছে। বিজেপির লোকেরাও বুঝে গিয়েছে মোদী-অমিত শাহরা মিথ্যা ছাড়া সত্যি বলে না।’ সিপিএমের জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক জানিয়েছেন, ‘মোদি আর দিদি দুজনেই গটআপ করে নির্বাচনে লড়াই করছেন। সেখানে আদি না নব্য এসব এখন ব্র্যাত্য। মানুষ এবারে বামপন্থীদের জেতাবে সে বিষয়ে তারা নিশ্চিত।’

আরো পড়ুন