পূর্ব বর্ধমানে কড়া পাহারায় স্ট্রংরুম, নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: ভোট শেষ। প্রার্থীদের ভাগ্য বন্দী এখন ইভিএমে। কঠোর নিরাপত্তায় এখন ভোটগণনা কেন্দ্রে প্রার্থীদের ভাগ্য ঝুলছে। চলছে কঠোর নজরদারী। কোনোভাবেই যাতে ইভিএম অদলবদল না হয় সেজন্য প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকেই ২৪ ঘণ্টা জুড়েই চলছে পাহারাদারী। স্ট্রংরুমের ধারে কাছেও কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। নির্বাচন কমিশনের নির্দেশে মোতায়েন রয়েছে ২৪ ঘন্টা কেন্দ্রীয় বাহিনী।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল পূর্ব বর্ধমান জেলার ৮টি বিধানসভায় ভোট হয়ে গেছে। আগামী ২২ এপ্রিল বাকি ৮টা বিধানসভা কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইউআইটি এবং সাধনপুর টেকনিক্যাল কলেজে বর্ধমান সদর উত্তর ও সদর দক্ষিণ মহকুমার অধীন বিধানসভাগুলির গণনা হবে। অন্যদিকে, কাটোয়া ভারতী ভবন স্কুলে ও কালনা কলেজে গণনা কেন্দ্র করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী সহ জেলা পুলিশের সশস্ত্র পুলিশ গণনা কেন্দ্রগুলির পাহারায় নিযুক্ত রয়েছেন।