ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বুধবার আচমকাই পূর্ব বর্ধমান জেলায় করোনা আক্রান্তের সংখ্যা একলাফে বেড়ে দাঁড়ালো ১৪১ জনে। যার মধ্যে কেবল বর্ধমান পৌর এলাকায় আক্রান্ত হয়েছেন ৭২জন। স্বাভাবিকভাবেই এই পরিসংখ্যায়ন উদ্বেগ তৈরি করেছে জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিক থেকে জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিদের মধ্যে। এরই মধ্যে পূর্ব বর্ধমান জেলায় করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যাও ১৬৬ জনে পৌঁছে গেছে এদিন। গত ২৪ ঘন্টায় পূর্ব বর্ধমান জেলায় ১৪১ জন করোনা আক্রান্ত হওয়ার পাশাপাশি নতুন করে মৃত্যু হয়েছে ২ জনের। জেলা স্বাস্থ্য দপ্তরের দেওয়া হিসেব অনুযায়ী এখনো পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৮৩৩ জন। তবে এরই মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন ১০ হাজার ১৩৩ জন। ৫২৪ জনের চিকিৎসা চলছে।
বুধবার জেলা স্বাস্থ্য দপ্তরের দেওয়া পরিসংখ্যায়ন থেকে জানা গেছে, গত ২৪ঘন্টায় পূর্ব বর্ধমান জেলায় আক্রান্ত হয়েছেন ১৪১ জন। তারমধ্যে বর্ধমান পুরসভা এলাকায় ৭২ জন, গুসকরা পুরসভা এলাকায় ১ জন, কাটোয়া পুরসভা এলাকায় ৬ জন, আউসগ্রাম ১ ব্লকে ১ জন, আউসগ্রাম ২ ব্লকে ১জন, ভাতাড়ে ৫ জন, বর্ধমান ১ ব্লকে ১৮ জন, বর্ধমান ২ ব্লকে ৩ জন, গলসি ১ ব্লকে ১ জন, গলসি ২ ব্লকে ২ জন, জামালপুর ব্লকে ১ জন, কাটোয়া ১ ব্লকে ৩ জন, কাটোয়া ২ ব্লকে ৩ জন, কেতুগ্রাম ১ ব্লকে ৫ জন, খন্ডঘোষে ১ জন, মেমারি ১ ব্লকে ২ জন, মঙ্গলকোটে ১ জন, পূর্বস্থলী ২ ব্লকে ৪ জন এবং রায়না ১ ব্লকে ১ জন করোনা আক্রান্ত হয়েছেন।