---Advertisement---

পূর্ব বর্ধমানে শনিবারই করোনা আক্রান্তের সংখ্যা ১৯, মোট আক্রান্ত ৯৩জন

Souris Dey

Published

বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: জেলায় করোনা আক্রান্তের সংখ্যা শনিবার পর্যন্ত দাঁড়ালো ৯৩ জনে। শনিবারই জেলার বিভিন্ন ব্লকের ১৯জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। জেলাশাসক বিজয় ভারতী জানিয়েছেন, এদের মধ্যে বর্ধমান ১ব্লকে আছেন ২জন, কাটোয়া ২এ আছেন ৩জন, কেতুগ্রাম ১এ একজন, কেতুগ্রাম ২এ একজন, কালনা ১এ তিনজন, মেমারী ২এ দুজন, মঙ্গলকোটের দুজন, জামালপুর এর একজন, মন্তেশ্বর ব্লকে দুজন এবং রায়না ২এ একজন। এছাড়াও একজন আক্রান্তের ঠিকানা এদিন সন্ধ্যা পর্যন্ত জানা যায়নি। 
জেলাশাসক জানিয়েছেন, আক্রান্ত নাগরিকদের দুর্গাপুরে শনকা কোভিড হাসপাতালে পাঠানো হচ্ছে। পাশাপাশি আক্রান্তদের এলাকা কন্টেনমেন্ট করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। তিনি জানিয়েছেন, আক্রন্তদের সকলেই বাইরের রাজ্য থেকে ফিরেছেন। 
See also  বাংলায় ৮দফায় ভোটের জবাব বাংলার মানুষই দেবেন - গলসিতে বললেন শতাব্দী রায়
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---