---Advertisement---

পূর্ব বর্ধমান জেলার ভোটের হাল হকিকত

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল নিউজ ডেস্ক: পঞ্চম দফার ভোট শুরুর আগেই বর্ধমান উত্তর বিধান সভা কেন্দ্রের সরাইটিকর অবৈতনিক প্রাথমিক বিদয়ালয়ের ৭০,৭১,৭২,৭৩ বুথে বিজেপির এজেন্টদের ঢুকতে বাধা। মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এজেন্টের নাম অজিত সোরেন এবং সুব্রত ঘোষ। জখম দু’জনকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।

বিজ্ঞাপন
*update coming every minutes, please stay here..
*জামালপুর বিধানসভার ৮০নং বুথে ইভিএম খারাপ।  ভোট দান শুরু করা যায়নি।

*রায়না বিধানসভার  ৯৪ নম্বর বুথে ইভিএম মেশিন খারাপ থাকায় এখনো ভোট শুরু করা গেল না। বুথে ভোটারদের লম্বা লাইন
*মেমারি 230নং বুথে সকাল থেকে মেশিন খারাপ
*গলসি বিধানসভার নবগ্রামে ১৫ নম্বর বুথে বিজেপি এজেন্টদের ঢুকতে বাধা অভিযোগের তির তৃণমূলের দিকে।
*জামালপুর বিধানসভার ৮০নং বুথে ইভিএম খারাপ।  ভোট দান শুরু করা যায়নি।
*রায়নার ১৬৬ ও ১৭০ নম্বর বুথ মেশিন খারাপ থাকার জন্য ভোট বন্ধ।
লিঙ্ক ফলো করুন – বিস্তারিত আসছে
See also  মাধ্যমিকের ফলাফলে কৃতিত্ব ধরে রাখল বর্ধমান পৌর উচ্চ বিদ্যালয়
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---