---Advertisement---

পূর্ব বর্ধমান জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৫০ পেরোলো, সুস্থ ১৩৯জন

Souris Dey

Published

বিজ্ঞাপন

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: একপ্রকার চালিয়ে ব্যাট করে গত ২ জুন সেঞ্চুরি পূর্ণ করার ২১দিন পর পূর্ব বর্ধমন জেলায় দেড়শ-র কোটা ছুলো কোভিড-১৯। বুধবার গলসি ১ ব্লকে দুজন ব্যক্তির নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় গতকাল পর্যন্ত ১৪৯ জন জেলার করোনা আক্রান্তের সংখ্যা এদিন ১৫১য় পৌঁছলো। যদিও এর মধ্যে ১৩৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে। এও জানানো হয়েছে, বুধবার পর্যন্ত জেলায় ১২ জন করোনা আক্রান্তের চিকিৎসা চলছে। কোনো মৃত্যুর খবর নেই।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পূর্ব বর্ধমান জেলার  বসবাসকারী যাঁরা এই লকডাউন সময়কালে জেলার বাইরে যাননি, এইরকম কোনো ব্যক্তির করোনা সংক্রমণ ঘটেনি। কিন্তু জেলার বাইরে থেকে এসেছেন, যেমন কলকাতা, দিল্লি, মহারাষ্ট্র, গুজরাট, কেরালা, মধ্যপ্রদেশ, রাজস্থান প্রভৃতি জায়গা থেকে তাঁদের মধ্যে করোনা ভাইরাসের নমুনা পাওয়া গেছে। তাঁদের মধ্যে বেশিরভাগই পরিযায়ী শ্রমিক। যদিও জেলা প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, পরিযায়ী শ্রমিক আসার হার যত কমেছে, ততই করোনা আক্রান্তের সংখ্যা জেলায় কমতে শুরু করেছে। বরং এই মুহূর্তে জেলায় করোনা আতংক দূরে সরিয়ে সাধারণ মানুষ স্বাভাবিক জনজীবনে ফিরতে শুরু করেছেন।

এরই মধ্যে বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে কর্মরত সাংবাদিকদের করোনা পরীক্ষা করার ব্যবস্থা করা হয়। এদিন প্রায় ৩৬ জন সাংবাদিকের নমুনা সংগ্রহ করেন চিকিৎসকগণ। 
See also  এবার ছেলের হাতে বাবা খুন মঙ্গলকোটে
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---