পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরে কাজে যোগ দিলেন রেনু খাতুন

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: দীর্ঘ লড়াইয়ের শেষে সোমবার রাজ্য স্বাস্থ্য দপ্তরে জিএনএম পদে কাজে যোগ দিলেন রেনু খাতুন। নার্সিং ট্রেনিং কোর্স করে সেখান থেকে নার্সিংয়ের কাজে যোগ দেবার ঘটনা ঘিরে তাঁর জীবনে ঝড় বয়ে গিয়েছে। সোমবার বর্ধমানের বাজেপ্রতাপুরে দিদির বাড়ি থেকে জামাইবাবুর সঙ্গে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে এসে কাজে যোগ দেন রেনু। এদিন কাজে যোগ দিয়ে রেনু খাতুন বলনে, ‘আমি ভাবিনি এভাবে কাটা হাত নিয়ে আমাকে কাজে যোগ দিতে হবে কোনদিন। তাতে কোন সমস্যা নেই। আমি নিজেকে সেভাবেই তৈরী করছি। আমি খুব চেষ্টা করব, যে কাজে আমি যোগ দিলাম সেই কাজ মন দিয়ে করার। হাতের জন্য সমস্যা হলেও, দ্রুত আমি সেটা কাটিয়ে উঠব।’ 

বিজ্ঞাপন

এদিন কাজে যোগ দেবার পরে মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাতে ভোলেননি রেনু। তিনি বলেন, ‘আজ শুধু মাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই আমি কাজে যোগ দিতে পারলাম। আমি শুনলাম উনি ২৭ তারিখে আসছেন। খুব ইচ্ছা আমার একবার ওনার সঙ্গে বর্ধমানে দেখা করার। আমি অনেকের কাছেই আমার এ ইচ্ছার কথা জানিয়েছি। আমার এই লড়াইয়ে উনি নিজের মায়ের মতোই আমার পাশে ছিলেন।’ 

এদিন পূর্ব বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে দেখা করে কাজে যোগ দেবার প্রয়োজনীয় কাগজপত্রে বাম হাতেই সই করেন রেনু। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রনব রায় বলেন, ‘রেনু খাতুন স্বাস্থ্য দপ্তরের নির্দেশেই আমার অফিসে জেএনএম পদে যোগ দিয়েছেন। ওনার বিষয়ে স্বাস্থ্য দপ্তর থেকে পরবর্তী কোন নির্দেশ না আসা অবধি আপাতত উনি এখানে থেকেই কাজ করবেন।’

আরো পড়ুন