পূর্ব বর্ধমান মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ফের শিখা সেনগুপ্ত

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বর্ধমান: পূর্ব বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হলেন শিখা দত্ত সেনগুপ্ত। সোমবার রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলারও মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রীর নাম ঘোষণা করেন। শিখা দত্ত সেনগুপ্ত বর্ধমান পুরসভার কাউন্সিলরও। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান পদেও রয়েছেন তিনি। 

কয়েক মাস আগে তাঁকে মহিলা তৃণমূলের জেলা সভানেত্রীর পদ থেকে সরিয়ে কাটোয়ার মহিলা নেত্রী চন্দনা মাজিকে সভানেত্রী করা‌ হয়েছিল। গত পুরসভা নির্বাচনে বর্ধমান পুরসভায় বিরোধী শুন্য ফলাফলের পর অনেকেই আশা করেছিলেন দল দুবারের কাউন্সিলার, অধ্যাপিকা শিখা সেনগুপ্তকে পুরসভার চেয়ারম্যান অথবা ভাইস চেয়ারম্যান পদে বসাতে পারে। যদিও তা হয়নি। সোমবার রাজ্য থেকে ফের শিখাদেবীকে তার পুরনো সাংগঠনিক পদে ফিরিয়ে নিয়ে আসায় জেলার মহিলা তৃণমূল কর্মীদের কর্মীদের মধ্যে খুশির হাওয়া।

Recent Posts