ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: প্রায় তিন ঘন্টার জটিল ও বিরল অস্ত্রোপচারে সাফল্য পেল বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের শল্য চিকিৎসকরা। এক ব্যক্তির পেট থেকে বের হলো ২৫ কেজি ৫০০গ্রাম ওজনের টিউমার। হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে অস্ত্রোপচারের পর রোগী এখন সুস্থ আছে। বুধবার তাঁকে তরল খাবার দেওয়া হয়েছে। এত বড় টিউমার অপারেশন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ক্ষেত্রে বিরল বলেই জানাচ্ছেন চিকিৎসকরা।
এই জটিল ও বিরল অস্ত্রোপচারের দায়িত্বে ছিলেন চিকিৎসক শুভ্রজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি ছাড়াও আরও চারজন চিকিৎসক এবং একজন আনেস্থেসিওলোজিস্ট ছিলেন টিমে। শুভ্রজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, বিশাল আকারের এই টিউমারগুলি জগবন্ধুবাবুর পেটের ভিতরে থাকার ফলে সার্বিক খাদ্য প্রক্রিয়াকরণ প্রক্রিয়ায় সমস্যা তৈরী করেছিল। অস্ত্রোপচারের পর তিনি সুস্থ আছেন। তাঁকে আই সি ইউ- তে রাখা হয়েছে। বুধবার সকালে তিনি তরল খাবার খেয়েছেন। এত বড় টিউমার অপারেশন বর্ধমান হাসপাতালে বিরল বলেই চিকিৎসকরা জানাচ্ছেন।