বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: মানুষ মানুষের জন্মদিন পালন করার জন্য কত কিই না করে। এমনকি কারুর কারুর জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন থেকে কেউ কেউ আবার নানান সামাজসেবামূলক কাজও করে থাকেন। এবার এক পোষ্য সারমেয়র জন্মদিন উপলক্ষে শহর জুড়ে রাস্তার সারমেয়দের উদ্দেশ্যে বিশেষ আয়োজন করে নজর করলো বর্ধমানের একটি পশু প্রেমী সংস্থা। কুসুমকুমারী নামে ওই পোষ্যের চতুর্থ বর্ষ জন্মদিন উপলক্ষে মঙ্গলবার বর্ধমান শহরের বিভিন্ন এলাকার প্রায় ১০০টি কুকুরকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করে ভয়েস ফর দ্যা ভয়েসলেস নামে এই সংস্থা। সংস্থার পক্ষ থেকে এদিন প্রায় ২হাজার কুকুরকে পেটপুরে খাওয়ানোরও ব্যবস্থা করা হয়। পাশপাশি প্রাণী সুরক্ষা আইনের নিয়মাবলী সম্বলিত লিফলেট শহরবাসীর মধ্যে এদিন বিলি করা হয়।
সংস্থার সভাপতি অভিজিৎ মুখার্জি জানিয়েছেন, এদিন ছিল তাদের পোষ্য কুসুমকুমারীর জন্মদিন। আর এই জন্মদিন কে স্মরণীয় করে রাখতেই সংস্থার পক্ষ থেকে অবলা প্রাণীগুলোর জন্যও ভ্যাক্সিনেশন ও খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল। অভিজিৎ জানিয়েছেন, এই প্রক্রিয়া অবশ্য তাদের সারা বছরই চালু আছে। সম্প্রতি লোকডাউনের দিনগুলোতে যখন সব কিছু বন্ধ ছিল তখন সংস্থার সদস্যরা টানা লাগাতার গোটা শহর জুড়ে রাস্তার কুকুরদের দুবেলা খাওয়ানোর ব্যবস্থা করে গেছেন তারা। এমনকি অসুস্থ কুকুরদের চিকিৎসারও ব্যবস্থা করা হয়েছে। তিনি জানিয়েছেন, ইতিমধ্যে সংস্থার পক্ষ থেকে পশুদের বিনা পয়সায় চিকিৎসার জন্য তারা কুসুমকুমারী দাতব্য পশু হাসপাতাল গড়ে তোলার কাজ শুরু করেছেন। যেটা পূর্ব বর্ধমানে এই প্রথম। এব্যাপারে ইতিমধ্যেই জেলা স্বাস্থ্য দপ্তরের সঙ্গেও যোগাযোগ করেছেন বলেও জানিয়েছেন অভিজিৎ বাবু।