প্রজাতন্ত্র দিবসের আগে জেলা পুলিশের তল্লাশি, নাদনঘাটে বাস থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার দুই

ফোকাস বেঙ্গল ডেস্ক,নাদনঘাট: প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নাকা তল্লাশি চালানোর সময় পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আগামীকাল প্রজাতন্ত্র দিবসের দিন জেলায় যেকোনো ধরণের নাশকতামূলক কাজ কে আটকানোর জন্য মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন থানা এলাকার গুরুত্বপূর্ন রাস্তা ও শপিং মল সহ বিভিন্ন বাজারে নাকা চেকিং এবং তল্লাশি অভিযান চালানো হয়েছে। 

এদিন নাদনঘাট থানার হেমাতপুর মোড়ে নাকা চেকিং এর সময় পুলিশ শিকারপুর-বর্ধমান রুটের একটি বাস কে দাঁড় করিয়ে তল্লাশি চালালে কুতুবুদ্দিন মন্ডল ও মনসুর মন্ডল নামে দুই ব্যক্তির কাছ থেকে তিনটি রাইফেল ও দুটো পাইপগান উদ্ধার হয়।
পুলিশ জানিয়েছে, এদের মধ্যে কুতুবুদ্দিন মন্ডলের বাড়ি ডোমকলের শাহেজাদা গ্রামে। আর মনসুর মন্ডলের বাড়ি নাদনঘাট থানারই অন্তর্গত গোকর্ণ গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, দুই দুষ্কৃতী কে আটক করার পর তাদের কাছ থেকে কিছু নগদ অর্থও পাওয়া গেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।