ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: প্রবল বৃষ্টিপাতে মাটির গোয়াল ঘরের দেওয়াল ভেঙে মাটি চাপা পড়ে মারা গেল পাঁচটি গরু। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত সেয়ারাবাজার ফাঁড়ির মোগলমারি গ্রামে। স্থানীয় সূত্রে খবর, মোগলমারি গ্রামের বাসিন্দা মন্টু শেখের গোয়াল ঘরে পাঁচটি গরু এবং পাঁচটি বাছুর ছিল। গতকাল প্রবল বৃষ্টিপাতে গোয়ালের দেওয়াল ভেঙ্গে পড়ে গিয়ে পাঁচ টি গরুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আটটা নাগাদ।
বিজ্ঞাপন
মন্টু শেখ বলেন,” আমাদের পরিবারের আর্থিক অবস্থা একেবারেই সচ্ছল নয়। কোনরকমে দুধ বিক্রি করে চলতো সংসার। এক একটি গাই প্রায় ৫-৬ কিলো করে দুধ দিত। এই দুধ বিক্রির টাকায় কোনরকমে পরিবারের ভরণ পোষণ হতো। পাঁচ টি গরুর একসাথে মৃত্যু হওয়ায় আমাদের রোজগারের সব শেষ। প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে।” এখন কিভাবে সংসার চলবে সেই নিয়ে মাথায় হাত মন্টু শেখের। ইতিমধ্যেই তিনি সরকারের কাছে কিছু আর্থিক সাহায্যের আবেদন করেছেন যাতে তার সংসার সচল থাকে। বাড়িতে বৃদ্ধ বাবা রয়েছেন। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় পুলিশ প্রশাসন। তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানা গেছে।