সম্প্রতি তিনি চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। করোনা থেকে সুস্থ হওয়ার পর একদিনের জন্য নিজের বাড়ি এসেই আবার অসুস্থ হয়ে পরেন। শুত্রুবার সকালে ফের হাসপাতালে ভর্তি হলে সেখানেই তিনি মারা যান। তিনি দীর্ঘ সময় জেলা স্কুল ক্রীড়া সংস্থার অন্যতম কর্তা ছিলেন ৷
সুভাষ সাহার অকাল প্রয়ানে অত্যন্ত দু:খ প্রকাশ করেছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক পীরদাস মন্ডল, স্কুল ক্রীড়া সংস্থার সম্পাদক গৌরীশঙ্কর ভট্টাচার্য সহ স্কুল ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য শিক্ষক সৌম্য ব্যানার্জী, প্রদীপ্ত ঘোষ প্রমুখরা৷ উল্লেখ্য, কলকাতায় হয়ে যাওয়া অনুর্দ্ধ ১৭ যুব বিশ্বকাপে জেলার বিভিন্ন স্কুলের ছাত্রদের পর্যায়ক্রমে বিশ্বকাপের ম্যাচ দেখানোর দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করেছিলেন৷