ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বাবা ফুল বিক্রেতা, আর সেই পরিবারের ছেলেই সর্বভারতীয় নিট পরীক্ষায় ৭০০ এর মধ্যে ৬৬১ পেয়ে তাক লাগিয়ে দিয়েছে পূর্ব বর্ধমানের রায়না থানার সেহারাবাজার এলাকার বাসিন্দা আকাশ পোদ্দার। সেহারাবাজার সি কে ইনস্টিটিউসনে পঞ্চম শ্রেণী থেকে পরে এই বছরেই উচ্চমাধ্যমিক পাশ করেছে আকাশ। এরপরই নিজেকে একজন সুচিকিৎসক হিসেবে জীবনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে নিটের মেডিকেল পরীক্ষায় বসে সফলভাবে উত্তীর্ণ হয়।
বাবা সরমন পোদ্দার একজন ফুল বিক্রেতা। ছেলে আকাশ বরাবরই অতন্ত্য মেধাবী এবং পরিশ্রমী ছাত্র হিসেবেই নিজেকে মেলে ধরেছে। আর এলাকার এই মেধাবী, কৃতি ছাত্রের কীর্তিতে গৌরবান্বিত হয়েছেন তাঁর স্কুল থেকে এলাকার সমগ্র মানুষ। তারই প্রতিদানে সোমবার আকাশ পোদ্দারের স্কুলের পক্ষ থেকে এদিন তাকে স্বর্ণ পদক দিয়ে সম্বর্ধনা জানানো হলো। এই কৃতি ছাত্রকে তার মা, বাবা ও স্কুলের ছাত্রছাত্রীদের সামনে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তথা রায়নার বিধায়িকা শম্পা ধাড়া গলায় স্বর্ণ পদক পরিয়ে দিয়ে সম্বর্ধিত করেন।