ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: মহামারী করোনা পরিস্থিতি মোকাবিলায় যখন সরকার দেশবাসীকে প্রতি মুহূর্তে সতর্ক ও সচেতন হওয়ার বার্তা দিচ্ছে, গুজবে কান দিতে এবং গুজব ছড়াতে নিষেধ করছে তখন একশ্রেণীর মানুষ বারবার সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নানান বিভ্রান্তি মূলক পোস্ট করছে বলে অভিযোগ জমা পড়ছে বিভিন্ন থানায়।
ইতিমধ্যেই পূর্ব বর্ধমান জেলা পুলিশ এই ধরণের অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকজনকে গ্রেফতার করে আদালতে পেশ করেছে। শুত্রুবার গলসী থানার পুলিশ ডালিমগরিয়া গ্রাম থেকে সুশোভন ঘোষ নামে আরও এক যুবককে গ্রেপ্তার করেছে ফেসবুকে কু মন্তব্য পোষ্ট করার জন্য।
এদিনই ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচারক ধৃতের জামিন নামঞ্জুর করে জেল হেফাজতের নির্দেশ দেন। আগামী ৫ তারিখ ফের আদালতে পেশ করার আদেশ দেন বিচারক। উল্লেখ্য, এদিনই বর্ধমানের কাঞ্চননগর এলাকার অবনিতোষ সরকার নামে এক শিক্ষককে ফেসবুকে ব্রিভ্রান্তি মূলক পোস্ট করার দায়ে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ। যদিও এদিনই ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হলে তাঁর জামিন মঞ্জুর করেন বিচারক।