ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের শশঙ্গা পঞ্চায়েতের দামোদর নদের ধারে গৈতানপুর চরমানা এলাকায় সরকারি জমি দখল করে বেআইনিভাবে একের পর এক নির্মাণ কাজ চালানোর খবর প্রকাশ করেছিল ফোকাস বেঙ্গল। আর তারপরই রীতিমত নড়েচড়ে বসে জেলা প্রশাসন। জেলা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর এই ঘটনায় সরজমিনে এলাকার তদন্ত করে রিপোর্ট পাঠিয়ে জেলায়। গৈতানপুর চরমানা এলাকায় মোট চারটি প্লটে বেআইনিভাবে নির্মাণকাজ চালানো হচ্ছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। মূলত রিসর্ট ও বাগানবাড়ি বা নার্সারি করার উপলক্ষে এই সমস্ত নির্মাণ কাজ করা হয়েছে বলে জানানো হয়েছে।ওই সরকারি জমির উপর বোর্ডও লাগানো রয়েছে। তাতে স্পষ্ট লেখা আছে ‘এই জমি সরকারি সম্পত্তি। এখানে কোনও নির্মাণ কার্য ও ক্রয়-বিক্রয় করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ’। কিন্তু তার পরেও কীভাবে ওই জমি জখল করে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে নির্মাণকাজ চালানো হলেও প্রশাসনের কারও নজরে পড়লো না তা নিয়েও প্রশ্ন উঠেছে।