বরাদ্দ টাকা না পাওয়ায় জামালপুরের ৫৩৪টি অঙ্গনওয়ারী কেন্দ্র বন্ধ

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: দুমাসের টাকা বকেয়া থাকায় পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের ৫৩৪টি অঙ্গনওয়ারী কেন্দ্রে শিশু ও মায়েদের জন্য রান্নার কাজ বন্ধ করে দিলেন সহায়িকারা। এই ঘটনায় আলোড়ন পড়েছে। জামালপুরের সিডিপিও সুশোভন রায় জানিয়েছেন, নতুন ব্যবস্থা কার্যকর হওয়ায় বিল সাবমিট করতে দেরি হওয়ার কারণে বরাদ্দকৃত টাকা আসেনি। ফলে সাময়িক সমস্যা তৈরি হয়েছে। খুব শীঘ্রই আলোচনা করে সমস্যা মিটিয়ে দেওয়া হবে।

বিজ্ঞাপন
এদিকে রান্নার কাজ বন্ধ হয়ে যাওয়ায় শিশু মায়েদের জন্য অসুবিধায় পড়তে হল বলেই অনেকে জানিয়েছেন। জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান জানিয়েছেন, আই সি ডি এস এর টাকা না আসায় সমস্যা তৈরি হয়েছে বলে শুনেছেন। ব্লকে প্রায় ৫৩৪টি সেন্টার আছে। সবগুলোতেই রান্নার কাজ বন্ধ করে দিয়েছেন সহায়িকারা। আগামীকালই এই সমস্যা দ্রুত মেটানোর জন্য মিটিং ডাকা হয়েছে। খুব তারাতারি সমস্যা মোট যাবে বলেই আশা করেন তিনি।

আরো পড়ুন