---Advertisement---

বর্ধমানেও পুলকার নিয়ে সতর্কতা গ্রহণ জেলা প্রশাসনের

Souris Dey

Published

বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: হুগলীর পোলবায় পুলকার দুর্ঘটনার জেরে এবার পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসনও নড়চড়ে বসছেন। সোমবারই জেলার সমস্ত স্কুল কর্তৃপক্ষকে এব্যাপারে চিঠি দিয়ে তথ্য জানার উদ্যোগ নিচ্ছে জেলা প্রশাসন বলে প্রশাসন সূত্রে জানা গেছে। 
জানা গেছে, হুগলীর পোলবায় পুলকার দুর্ঘটনার পর ইতিমধ্যেই পুলকারে লাগাম টানতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। পুলকারের লাইসেন্স, পুলকার চালকদের যোগ্যতা মান নির্ণয় করার উদ্যোগও নেওয়া হয়েছে। জানা গেছে, পোলবার দুর্ঘটনার পর বর্ধমান জেলা জুড়ে যে সমস্ত স্কুল পুলকার ব্যবহার করে তাদের তথ্য জেলা প্রশাসনকে জানানোর নির্দেশ দেওয়া হচ্ছে। পুলকারের ফিজিক্যাল ফিটনেস সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হবে। 
সেক্ষেত্রে পুলকারের কোনো ত্রুটি ধরা পড়লে কেবলমাত্র পুলকারের মালিক বা চালকের বিরুদ্ধেই নয়, একইসঙ্গে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকেও দায়ী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। জেলা প্রশাসন সূত্র জানা গেছে, বর্ধমানে পুলকার দুর্ঘটনা না ঘটলেও যাতে এই ধরণের কোনো অবাঞ্ছিত ঘটনা না ঘটে তার জন্য আগেভাগেই পদক্ষেপ নিতে চলেছে জেলা প্রশাসন।
See also  ফের বর্ধমানে জাতীয় সড়কে লাস্যময়ীদের টোপ দিয়ে ছিনতাই বাড়ছে, তদন্তে জেলা পুলিশ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---