---Advertisement---

বর্ধমানের ঐতিহ্য কার্জন গেট সংস্কারে হাত দিল পুরসভা

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: সম্প্রতি বর্ধমান পুরসভায় নাগরিক সনদ প্রকাশ উপলক্ষে একটি সাংবাদিক বৈঠকে নব নিযুক্ত পুর প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান প্রণব চট্টোপাধ্যায় এবং ভাইস চেয়ারম্যান আইনুল হক জানিয়েছিলেন, আসন্ন দুর্গাপুজোর আগেই শহরবাসীর জন্য কিছু চমক অপেক্ষা করছে। আর এবার দুর্গাপুজোকে সামনে রেখে প্রতিশ্রুতিমত বর্ধমান পৌর প্রশাসক মণ্ডলী বর্ধমান শহরের ঐতিহ্য কার্জন গেট সংস্কারের কাজে হাত দিল বৃহস্পতিবার থেকে। 

বিজ্ঞাপন

উল্লেখ্য, মাঝখানে দীর্ঘদিন কার্জন গেট ছিল আলোহীন। প্রায় মাসখানেক আগে বর্ধমান পুরসভায় ৫জনের প্রশাসক মণ্ডলী ক্ষমতায় বসার ২দিনের মধ্যে কার্জনগেটকে আলোকিত করার উদ্যোগ নেন তাঁরা। সেদিনই পৌরসভা সহ প্রশাসক আইনুল হক প্রতিশ্রুতি দিয়েছিলেন, পুজোর আগে কার্জন গেটকে ঢেলে সাজানো এবং সংস্কার করা হবে। আর সেই প্রতিশ্রুতি অনুযায়ীই বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গেল বর্ধমানের কার্জন গেটকে সংস্কার করার কাজ। বর্ধমানের আইকন কার্জন গেটের সংস্কার শুরু হওয়ায় খুশি বর্ধমানবাসী।
See also  পূর্ব বর্ধমানে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড করলো, গোটা জেলায় আক্রান্ত ২১জন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---