ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: কাঁটাপুকুর সর্বজনীন দুর্গাপূজা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এলাকার দুঃস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। বর্ধমান শহরের ১নং ওয়ার্ডের কাঁটাপুকুর এলাকার সাধারণ মানুষের উন্নয়নের উদ্দেশে এই ওয়েলফেয়ার সোসাইটি গড়ে তোলা হয়। সারা বছরই বিভিন্ন সামাজিক কাজে যুক্ত থাকে এই সোসাইটি। দীর্ঘদিন লকডাউন চলার ফলে এলাকার বহু সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এছাড়া কাজের সূত্রে বাইরে থাকা মানুষরাও কাজ ছেড়ে বাড়িতে ফিরে এসেছে। এই অবস্থায় এলাকার দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে এই ওয়েলফেয়ার সোস্যাইটি বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করে।
রবিবার কাঁটা পুকুর দুর্গা মন্দিরের সামনে সোস্যাইটির পক্ষ থেকে ১৪০ জন মানুষের হাতে চাল, আটা, সরষের তেল, সয়াবিন, মুসুর ডাল প্রভৃতি সামগ্রী তুলে দেওয়া হয়। সমস্ত রকম সতর্কতা অবলম্বন করে সামাজিক দূরত্ব বজায় রেখে ও প্রত্যেক ব্যাক্তি হাত স্যানিটাইজ করে এই কর্মসূচী পালন করা হয়। কাঁটপুকুর সার্বজনীন দুর্গাপূজা ওয়েলফেয়ার সোস্যাইটির সম্পাদক বুদ্ধদেব সামন্ত জানান, কর্মহীন অবস্থায় যে সমস্ত মানুষ বাড়িতে বসে রয়েছেন তাঁদের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। তিনি জানান, যেহেতু সরকার সকলের জন্য চালের ব্যবস্থা করেছেন তাই এদিন চাল বাদ দিয়ে বাকি প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়েছে।