---Advertisement---

বর্ধমানের কামনাড়ায় দুর্ঘটনা, মৃত এক ব্যক্তি

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। রবিবার ঘটনাটি ঘটেছে বর্ধমান থানার কামনাড়া পিরতলা এলাকায়। মৃতের নাম পিন্টু মল্লিক ওরফে বেনু (৪০)। বাড়ি দেওয়ানদীঘি থানার খেতিয়া এলাকার তেতরাল গ্রামে।

বিজ্ঞাপন
জানাগিয়েছে, এদিন সাইকেল নিয়ে বিকেলে বর্ধমান থেকে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় পিছন থেকে একটি পিক আপ ভ্যান তাকে ধাক্কা মারে। 
রাস্তায় ছিটকে পড়ে যান তিনি। সেখানেই তার মৃত্যু হয়। পেশায় রং মিস্ত্রি পিন্টু পরিবারের একমাত্র অর্থ উপার্জনকারি ব্যাক্তি ছিলেন। তার বাবা বার্ধক্যেজনিত কারণে পঙ্গু শয্যাশায়ী। এদিন দুর্ঘটনার ফলে অসহায় হয়ে পড়েছে পরিবারটি। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি খালে উল্টে যায়। বর্ধমান থানার পুলিশ গাড়ির চালককে আটক করেছে।
See also  বাঁকুড়া শহরের নার্সিংহোমগুলির স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে স্বাস্থ্য দফতরে বিক্ষোভ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---