---Advertisement---

বর্ধমানের নন্দনকাননে প্রথম বছর কালিপুজোর উদ্বোধনে আই সি

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: করোনা আবহে যখন বাঙালির সেরা উৎসবগুলো নিয়ে নানান বিধিনিষেধ লাগু করা হয়েছে, তখন বর্ধমান শহরের মধ্যেই সদ্য গড়ে ওঠা একটি জনবসতির বাসিন্দারা কোভিড-১৯এর সমস্ত নিয়মকানুন মেনেই এবছরই প্রথম মেতে উঠলেন শক্তির আরাধনায়। আয়োজন করলেন কালিপুজোর।

বিজ্ঞাপন

 শহরের ৫নম্বর ইছলাবাদের ক্যানেল পেরিয়ে রয়েছে নন্দনকানন। তার উত্তরে রয়েছে হ্যাচারি মাঠ, সেই মাঠেই গড়ে উঠেছে নতুন কলোনি। আর এই এলাকার বাসিন্দাদের ইচ্ছায় এবছর থেকেই শুরু হল কালি পুজোর আয়োজন। এখানকার নাগরিক বৃন্দের আক্ষেপ ছিল এখানে এতদিন কোনো সর্বজনীন পুজো ছিলো না। আর তাই তারা এবার উদ্যোগ নিয়েছে কালিপুজোর। 

প্রথম বর্ষের এবারের কালিপুজোর উদ্বোধন করলেন বর্ধমান সদর থানার আই সি পিন্টু সাহা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক পার্থ চৌধুরি। 

পাড়াতে এই প্রথম একটা পুজো করতে পেরে পাড়ার সকল মানুষ খুব খুশি। তবে স্থানীয় বাসিন্দারা সকলেই একবাক্যে জানিয়েছেন, পুজো হোক, কিন্তু করোনার যাবতীয় সতর্কতা তাঁরা মেনেই আনন্দ উপভোগ করবেন

See also  পূর্ব বর্ধমান জেলা পরিবহণ আধিকারিককে আচমকাই জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে গেল দুর্নীতি দমন শাখা, জেলা জুড়ে চাঞ্চল্য
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---