বর্ধমানের ফাগুপুরে ফের লরির ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহীর

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:  শুত্রুবার সন্ধ্যায় ফের বর্ধমানের ফাগুপুরে জাতীয় সড়কে একটি লরির ধাক্কায় এক বাইক আরোহীর প্রাণ গেল। বাইকের চালক অল্পের জন্য বেঁচে গেলেও আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করছে পুলিশ। এই ঘটনায় ফাগুপুরে দুর্গাপুর থেকে কলকাতার দিকের রাস্তা সাময়িক অবরুদ্ধ হয়ে পড়ে। বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত ব্যক্তির দেহ উদ্ধার করার পর যান চলাচল ফের স্বাভাবিক হয়। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যায় গলসির দিক থেকে ২নং জাতীয় সড়ক ধরে একটি বাইকে দুজন বর্ধমানের দিকে আসছিলেন। একই দিক থেকে বাইকের পিছনে দ্রুত গতিতে আসা একটি লরি ফাগুপুরের কাছে সজোরে ধাক্কা মারে মোটর সাইকেলটিতে। ঘটনাস্থলেই লরির চাকায় পিষ্ট হন বাইকের পিছনে থাকা দেবাশীষ দে নামে  এক ব্যক্তি। একই সাথে বাইকের চালক ভাগ্যধর মাঝি ছিটকে পড়েন রাস্তার পাশে।
জানা গেছে, মৃত এবং আহত দুই ব্যক্তির বাড়ি ভাতার থানার বড়বেলুন গ্রামে। অপরদিকে দুর্ঘটনার পরই ঘাতক লরিটি চালক এবং খালাসি পালিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Recent Posts