ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: রাত আড়াইটা থেকে ভোর সাড়ে চারটের মধ্যে ভয়াবহ চুরির ঘটনা ঘটল বর্ধমান শহরের বাদমতলা মোড়ে একটি দেশীয় রিটেল চেন সংস্থায়। জেলা পুলিশ সুপারের অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে এই চুরির ঘটনায় ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে।

এই ঘটনা জানাজানি হতে প্রথনে সোসাইটি এবং দোকান কর্তৃপক্ষই পুলিশকে ফোন করে। পুলিশ দোকান কর্তৃপক্ষর উপস্থিতিতে তদন্ত শুরু করছে। জানা গেছে, দোকানের ভিতর উন্নতমানের ইলেকট্রনিক সিকিউরিটি ব্যবস্থা রয়েছে। দুষ্কৃতীদের শনাক্ত করতে সি সি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করবে পুলিশ। তবে চুরি যাওয়া সামগ্রীর পরিমান এবং মূল্য সঠিক ভাবে নির্ধারণ না হলেও লক্ষাধিক টাকার সামগ্রী চুরি গেছে বলেই প্রাথমিক অনুমান প্রতিষ্ঠান কতৃপক্ষের।