---Advertisement---

বর্ধমানের রানীগঞ্জ বাজারে নব নির্মিত হনুমান মন্দিরে ভক্তদের ভোগ বিতরণ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান শহরের রানীগঞ্জ বাজারে নবীন সংঘের ও স্থানীয় মানুষের সহযোগিতায় স্থাপিত হল হনুমানজীর মন্দির। দশমীর দিন এই মন্দির প্রতিষ্ঠার পর বৃহস্পতিবার ক্লাবের পক্ষ থেকে প্রায় পাঁচ হাজার ভক্তদের মধ্যে প্রসাদ ভোগ বিতরণ করা হল। 

বিজ্ঞাপন

ক্লাবের সদস্য চন্দ্র বিজয় যাদব জানিয়েছেন, যে জায়গায় এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে একসময় এখানে একটি হনুমান বিদ্যুতের তারে লেগে নীচে পরে মারা গিয়েছিল। এখানেই সেই হনুমানকে সমাধি দেওয়া হয়। তিনি জানিয়েছেন, হনুমানজির সেই সমাধির উপরই এই মন্দির গড়ে তোলা হয়েছে।

 এই মন্দির প্রতিষ্ঠার জন্য সমগ্র বর্ধমানবাসীর সাহায্য সহযোগিতা তাঁরা পেয়েছেন। চন্দ্র বিজয় জানিয়েছেন, এই এলাকায় হনুমানজীর মন্দির তৈরি হওয়ায় খুশি এলাকার মানুষ। 

See also  পূর্ব বর্ধমানে দুয়ারে রেশন প্রকল্পে কাজের অগ্রগতি খতিয়ে দেখে গেলেন খাদ্যমন্ত্রী
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---