ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান শহরের রানীগঞ্জ বাজারে নবীন সংঘের ও স্থানীয় মানুষের সহযোগিতায় স্থাপিত হল হনুমানজীর মন্দির। দশমীর দিন এই মন্দির প্রতিষ্ঠার পর বৃহস্পতিবার ক্লাবের পক্ষ থেকে প্রায় পাঁচ হাজার ভক্তদের মধ্যে প্রসাদ ভোগ বিতরণ করা হল।

এই মন্দির প্রতিষ্ঠার জন্য সমগ্র বর্ধমানবাসীর সাহায্য সহযোগিতা তাঁরা পেয়েছেন। চন্দ্র বিজয় জানিয়েছেন, এই এলাকায় হনুমানজীর মন্দির তৈরি হওয়ায় খুশি এলাকার মানুষ।