ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী হিসাবে মমতা বন্দোপাধ্যায়কেই যাতে বসানো যায় তার জন্য সকলকে চেষ্টা করতে হবে। শপথ নিতে হবে সকলকে। শনিবার জাতীয় সংখ্যালঘু অধিকার দিবসে সরকারী মঞ্চকে ব্যবহার করে এভাবেই রাজনৈতিক বক্তব্য রেখে গেলেন রাজ্যের শ্রম ও পুরমন্ত্রী মলয় ঘটক। এদিন বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে জাতীয় সংখ্যালঘু অধিকার দিবস পালনের আয়োজন করে রাজ্য সংখ্যালঘু কমিশন।
এদিন এই অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী মহম্মদ গোলাম রব্বানি, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, সেচ ও জলপথ দপ্তরের মন্ত্রী সাবিনা ইয়াসমিন সহ রাজ্যের সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ডা. মমতাজ সংঘমিতা, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, জেলাশাসক প্রিয়াংকা সিংলা, জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন সহ অন্যান্যরা।