বর্ধমানে অবৈধভাবে বালি পাচারের বিরুদ্ধে অভিযানে গিয়ে বালি মাফিয়াদের হামলার শিকার ভূমি দপ্তর ও পুলিশ, গাড়ি ভাঙচুর

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: অবৈধ বালির গাড়ির বিরুদ্ধে অভিযানে গিয়ে বালিঘাটের এবং স্থানীয় গ্রামবাসীদের হামলার মুখে পড়ল বর্ধমান ভূমি রাজস্ব দপ্তরের গাড়ি। সঙ্গে থাকা পুলিশের গাড়িতেও ভাঙচুর ও হামলা চালিয়েছে দুষ্কৃতীরা বলে ভূমি দপ্তর সূত্রে জানা গেছে। জানা গেছে, বৃহস্পতিবার সকালে ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক তথা অতিরিক্ত জেলাশাসক ঋদ্ধি ব্যানার্জি রাজবাড়ীর নিজের দপ্তরের আসার সময় রাস্তায় একটি বালি বোঝাই ট্রাকটর কে দাঁড় করিয়ে বালির চালান দেখতে চান। জানতে চান কোন জায়গা থেকে বালি নিয়ে আসা হচ্ছিল। 

ট্রাক্টরের চালক  জানায় ইদিলপুর ঘাট থেকে দুদিন আগে এই বালি বোঝাই করা হয়েছিল। কিন্তু বালি থেকে সেইসময় রাস্তায় জল গড়িয়ে পড়তে থাকায় অতিরিক্ত জেলাশাসকের সন্দেহ হয়। এরপর দপ্তরের অন্য আধিকারিকদের ঘটনাস্থলে ডেকে পাঠান। ট্রাক্টর চালক কোনো চালান দেখাতে না পারায় গাড়িটিকে দপ্তরের অফিসারেরা আটক করে। এরপরই অতিরিক্ত জেলাশাসক নির্দেশ দেন ইদিলপুর ঘাট অভিযানের।
ভূমি দপ্তরের দুটি গাড়ি এরপর ইদিলপুরের দামোদরের ঘটে অভিযানে নামে। ভূমি দপ্তর ও পুলিশ সূত্রে জানা গেছে, বালি ঘাটের এবং স্থানীয় কিছু মানুষ হটাতই সরকারি গাড়ির উপর হামলা চালায়। ইট,পাথর ছুড়ে গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। পরে খবর পেয়ে বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনায় ভূমি রাজস্ব দপ্তরের পক্ষ থেকে বর্ধমান থানায় অভিযোগ জানানো হয়েছে। সরকারি কাজে বাধা দেওয়া, সরকারি সম্পত্তি নষ্ট করা এবং অবৈধভাবে বালি পাচার করার অভিযোগ দায়ের করছে ভূমি রাজস্ব দপ্তর বলে জানা গেছে।