ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: করোনার উদ্ভুত পরিস্থিতিতে বাজারের অবস্থা খতিয়ে দেখলেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়। শুক্রবার সকালে তিনি বেশ কয়েকটি বাজার ঘুরে দেখেন। তাঁর সঙ্গে ছিলেন বর্ধমান থানার আইসি পিণ্টু সাহাও।
এদিন সকালে পুলিশ সুপার ভাস্কর মুখার্জী সদলবলে বর্ধমান শহরের বিভিন্ন সবজি বাজার ঘুরে দেখেন। খবর নেন সবজির দরদাম নিয়েও। তিনি মাইক হাতে সর্তক করেন ব্যবসায়ীদের। দাম বাড়িয়ে ক্রেতাদের বিপদে না ফেলার আবেদনও জানান।
পুলিশ সুপার এদিন জানান, সবজি সহ সমস্ত খাদ্য সামগ্রীর পর্যাপ্ত জোগান আছে। পাশাপাশি ক্রেতাদের গাদাগাদি করে নয়, নিদিষ্ট দূরত্ব বজায় রেখে বাজার করার আবেদনও করেন তিনি। অযথা বাড়ির বাইরে বের হতে নিষেধ করেন। লকডাউন মানতে নির্দেশ দেন।