ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলায় আদিবাসীদের মধ্যে আদিবাসীদের নিজস্ব সাংস্কৃতিক চর্চা ক্রমশই হারিয়ে যাচ্ছে। বর্তমান প্রজন্মের অনেকেই এখন আর আদিবাসীদের নিজস্ব বাদ্যযন্ত্র মাদল বাজানো থেকে বাঁশিতে বিভিন্ন আদিবাসী সুর তুলতে চাননা। আর তাই আদিবাসীদের সেই পুরনো ঐতিহ্যকে তুলে ধরতে এবং টিকিয়ে রাখতে নতুন পদক্ষেপ গ্রহণ করলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবু টুডু।
বর্ধমান শহরের বাম ৭০মাইল এলাকায় জেলা জাহের থান সংলগ্ন এলাকায় গড়ে তোলা হয়েছে আদিবাসী সংস্কৃতি চর্চা কেন্দ্র। আর মঙ্গলবার থেকে সেই চর্চা কেন্দ্রে শুরু হল আদিবাসী বিভিন্ন গান, বাদ্যযন্ত্র শেখানোর ক্লাস। নয়া এই পদক্ষেপে প্রথম ব্যাচে এই গানের ক্লাসে ছাত্র হিসাবে যোগ দিচ্ছেন খোদ দেবু টুডু। এছাড়াও বর্ধমান শহর ও শহর সংলগ্ন বিভিন্ন পেশায় নিযুক্ত আদিবাসী মানুষেরাও সানন্দে এগিয়ে এসেছেন।