---Advertisement---

বর্ধমানে আবগারী হানায় ফের বাজেয়াপ্ত প্রচুর মদ ও মদ তৈরীর কাঁচামাল

Souris Dey

Published

বিজ্ঞাপন

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: জোরকদমে চলছে আবগারী দপ্তরের হানা। সোমবার বর্ধমান সদর আবগারী দপ্তরের হানায় উদ্ধার হল ২২০ লিটার দেশী মদ সহ মদ তৈরীর উপকরণ। আবগারী দপ্তর সূত্রে জানা গেছে, রবিবার বর্ধমানের তেঁতুলিয়া, ভিটা, পিলখুড়ি, মাহিনগর, নবাবহাট বাসস্ট্যাণ্ড প্রভৃতি এলাকায় হানা দিয়ে প্রচুর পরিমাণ মদ তৈরীর উপকরণ বাজেয়াপ্ত করা হয়েছে। দুটি কেসও রুজু হয়েছে। 

দপ্তর সূত্রে জানা গেছে, বাজেয়াপ্ত হওয়া মালের মধ্যে রয়েছে ১৯টি অ‌্যালুমিনিয়ামের বড় হাঁড়ি, ১৮৪০ লিটার মদ তৈরীর উপকরণ, বাখর ১৫০ কেজি, দুটি গ্যাস সিলিণ্ডার, ৩টি গ্যাস ওভেন সহ ৩০ কেজি গুড়। এদিন এই হানাদারীর নেতৃত্বে ছিলেন বর্ধমান সদর আবগারী দপ্তরের আইসি দ্বিপায়ন সিনহা সহ অন্যান্যরা।

See also  ভাতারে ভোটারদের মারধরের অভিযোগ বাহিনীর বিরুদ্ধে, উত্তেজনা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---