ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বর্ধমানের ফাগুপুর এলাকা থেকে বুধবার সকালে একটি পেঁচা উদ্ধার করল ভয়েস ফর ভয়েসলেস নামে একটি পশু প্রেমী সংস্থা। সংস্থার পক্ষ থেকে অভিজিৎ মুখার্জি জানিয়েছেন, এদিন সকালে ফাগুপুর এলাকা থেকে তাদের কাছে খবর আসে একটি পেঁচা অসুস্থ অবস্থায় পড়ে আছে। এরপর সংস্থার সদস্য শুভেন্দু ঘটনাস্থলে পৌঁছে প্যাঁচা টিকে উদ্ধার করে নিয়ে আসেন।
শুভেন্দু জানিয়েছেন, পেঁচাটির কোনোভাবে পায়ে চোট লেগেছে। ফলে পেঁচা টি উড়তে পারছে না। তিনি জানিয়েছেন এটি সম্ভবত লক্ষী পেঁচা। উদ্ধারের পর সেটিকে বর্ধমানের বনদপ্তরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। উল্লেখ্য কিছুদিন আগে একটি গাড়ির ধাক্কায় একটি পেঁচা গুরুতর জখম হয়। দ্রুত সেটিকে উদ্ধার করা হলেও সেক্ষেত্রে প্যাঁচাটিকে বাঁচানো যায়নি। অন্যদিকে বনদপ্তরে সূত্রে জানানো হয়েছে, এদিন উদ্ধার করা আহত পেঁচাটির চিকিৎসা করার পর সুস্থ হলে পেঁচাটিকে ছেড়ে দেওয়া হবে।