
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: লাফিয়ে লাফিয়ে বাড়ছে পূর্ব বর্ধমান জেলায় করোনা সংক্রমণ। বাড়ছে মৃত্যু মিছিলও। বাজার থেকে উধাও করোনা প্রতিষেধক ওষুধ। বেঘোড়ে প্রাণ যাচ্ছে আর্থিক অস্বচ্ছলকারীদের। আর এই অবস্থায় আগামী শুক্রবার সম্ভাব্য পবিত্র ঈদ অনুষ্ঠিত হতে চলেছে। ইতিমধ্যেই ঈদের নামাজ নিয়ে সতর্কতা জারী করেছে রাজ্য সরকার। মঙ্গলবার রাজ্য সরকারের সেই নির্দেশ পালনে জেলা প্রশাসন বৈঠক করলেন বর্ধমানের ঈদ কমিটিগুলির সঙ্গে।
বর্ধমান টাউন হলে আয়োজিত হল এই বৈঠক। ঈদের নামাজে ৫০জনের বেশি না থাকা, সামাজিক দূরত্ববিধি মেনে চলা প্রভৃতি বিষয়কে অধিক গুরুত্ব দেবার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসনের কর্তারা। এদিন বৈঠকে ৮৮জন উপস্থিত ছিলেন ঈদ কমিটির পক্ষ থেকে। প্রশাসনের পক্ষ থেকে ছিলেন ডিএসপি (হেডকোয়ার্টার) সৌভিক পাত্র, বর্ধমান থানার আইসি পিন্টু সাহা, ট্রাফিক ওসি সংগ্ৰাম মৈত্র সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।