বর্ধমানে এসসি এসটি সার্টিফিকেট পেতে হয়রানির শিকার হচ্ছেন ছাত্রছাত্রীরা, অভিযোগ বিধায়কের

Souris  Dey

Souris Dey

বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: জেলা জুড়ে এসসি, এসটি সার্টিফিকেট প্রদান নিয়ে অহেতুক হয়রানি করছেন বিডিও দপ্তরের কর্মীরা। বৃহস্পতিবার বিস্ফোরক এই অভিযোগ করলেন বর্ধমান উত্তর কেন্দ্রের তৃণমূল বিধায়ক নিশীথ মালিক। 
উল্লেখ্য, এদিন জেলাশাসকের পৌরোহিত্যে জেলার এসসিএসটি উন্নয়ন কমিটির ত্রৈমাসিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকেই হাজির ছিলেন কমিটির অন্যতম সদস্য নিশীথ মালিক। বৈঠক শেষে তিনি জানিয়েছেন, বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এসসিএসটি উন্নয়নের জন্য যে সমস্ত কাজ ইতিমধ্যে হয়ে গেছে এবং যে সমস্ত কাজ এখনও বাকি আছে সেগুলি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। 
এরই পাশাপাশি তিনি জানিয়েছেন, সাম্প্রতিককালে তিনি দেখতে পাচ্ছেন বিশেষত ছাত্রছাত্রীদের এসসি এসটি সার্টিফিকেট দেওয়া নিয়ে ব্যাপক হয়রানি করা হচ্ছে অহেতুকভাবেই। অথচ মুখ্যমন্ত্রী এই সার্টিফিকেট প্রদানের কাজকে অনেকটাই সরলীকরণ করেছেন। কিন্তু তারপরেও বিডিও দপ্তরের কিছু কর্মী অহেতুক হয়রানি করছেন। এব‌্যাপারে এদিন বৈঠকে তিনি জেলাশাসকের কাছে অভিযোগও করেছেন বলে জানিয়েছেন।

আরো পড়ুন