ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: শিশুর উপর যৌন হেনস্থা বন্ধে ও সুস্থ সমাজ গড়ে তোলার লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়ার বর্ধমান শাখার উদ্যোগে তিন দিনব্যাপী একটি ক্রিকেট প্রতিযোগিতা শুরু হল রবিবার। বর্ধমান শহরের আলমগঞ্জের কল্পতরু মাঠে এই প্রতিযোগিতা শনিবার শুরু হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে তা করা যায়নি। পরিবর্তে রবিবার খেলার শুভ সূচনা হয়। খেলা চলবে সোমবার পর্যন্ত।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে মোট ১৬টি দল। এদের মধ্যে উল্লেখযোগ্য হল বর্ধমান আইনজীবী একাদশ, জেলা সমাজকল্যাণ দপ্তরের কর্মী একাদশ, স্থানীয় ইয়ুথ ক্লাব একাদশ, বর্ধমান মিডিয়া একাদশ, ওয়ার্ল্ড ভিশন কলকাতা কমিউনিটি একাদশ সহ অন্যান্য একাধিক ক্লাব। এদিন ডি এস ডব্লিউ অফিস স্টাফ একাদশকে হারিয়ে দ্বিতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে বর্ধমান মিডিয়া একাদশ।
ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়ার বর্ধমান ইউনিটের ম্যানেজার অর্জুন রায় ও সৌভিক বিশ্বাস জানান সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে এবং শিশুর উপর যৌন নির্যাতন বন্ধ করার লক্ষ্যেই সমাজের সকল স্তরের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা মানুষদের নিয়ে তাঁদের এই উদ্যোগ।