ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: করোনার বাড়বাড়ন্তে পূর্ব বর্ধমান জেলায় রাজ্যস্তরের নির্দেশিকার পাশাপাশি জেলা প্রশাসনের জারী করা নির্দেশে রীতিমত মন খারাপ ছিল জেলার মেলা ও উৎসব আয়োজনকারীদের। কিন্তু শনিবার রাজ্য সরকারের শর্ত সাপেক্ষে মেলা করার অনুমতি দেবার পরই ফের কোমড় বাঁধছেন উদ্যোক্তারা। প্রতিবছরই শীতের শুরু থেকেই গোটা জেলা জুড়ে অসংখ্য মেলা ও উৎসবের আয়োজন করা হয়ে থাকে। কোথাও কোথাও সরকারী উদ্যোগে আবার কোথাও ব্যক্তিগত উদ্যোগে আয়োজন করা হয়ে থাকে এই সব মেলার।
খোদ বর্ধমান শহর ও শহরকেন্দ্রিক আশপাশ এলাকায় গত কয়েকবছর ধরে একের পর এক তৃণমূল নেতার হাত ধরে মেলার আয়োজন করা হচ্ছে। এবারে করোনা পরিস্থিতির জেরে উদ্যোক্তারা অনেকেই মেলার প্রস্তুতি নিলেও সরকারী নির্দেশে তা স্থগিত রাখেন। কিন্তু শনিবারের ঘোষণার পর ফের নতুন উদ্যমে মেলার প্রস্তুতি শুরু করে দিয়েছেন কেউ কেউ।
১৬ থেকে ২৩ জানুয়ারী বর্ধমান টাউন হলে এবছর মাঘ উৎসবের আয়োজন করা হয়েছিল। কিন্তু করোনার জন্য নির্দিষ্ট দিনে এই মাঘ উৎসব আয়োজন করতে পারেনি মেলা কমিটির সভাপতি বর্ধমান পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলার পরেশ সরকার। তিনি জানিয়েছেন, নতুন করে মেলা করার অনুমতি দেওয়ার পর তাঁরা ফের ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন। তবে টাউন হল ফাঁকা পাওয়ার পরই এব্যাপারে নতুন করে তাঁরা ঘোষণা করবেন। তিনি জানিয়েছেন, সোমবার পুরসভার সঙ্গে আলোচনার পরই তাঁরা সিদ্ধান্ত নেবেন।