ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: শুক্রবার রেল লাইনে কাজ করার সময় রেলের ধাক্কায় মৃত্যু হল এক গ্যাংম্যানের। মৃতের নাম হরিদ্বার যাদব (৪০)। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো বর্ধমান ষ্টেশন এলাকায়। রেলকর্মীদের নিরাপত্তার অভাব এই অভিযোগে এদিন রীতিমত ক্ষোভে আছড়ে পড়েন অন্যান্য কর্মীরা। বর্ধমান ষ্টেশনের ১নং প্ল্যাটফর্মে জিআরপি থানার সামনে এদিন উত্তেজিত কর্মীদের হাতে চুড়ান্ত হেনস্থা হতে হয় সিনিয়ার সেকশন ইঞ্জিয়ারকে।
তাঁরা অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার ডিজিটাল ইন্ডিয়া করতে গিয়ে রেলের কর্মী ছাঁটাই করছে। ফলে যে পদ্ধতিতে রেল লাইনের রক্ষণাবেক্ষণ হওয়া উচিত সেখানে কর্মী সংখ্যা কমে যাওয়ায় সবসময় বিপদের আশংকা তৈরি হয়েছে। তাঁরা জানিয়েছেন, এদিন গ্যাংম্যান হরিদ্বার যাদব যখন কাজ করছিলেন সেই সময় লুকআউট ম্যানদের তাঁর নিরাপত্তা দেখার দায়িত্ব ছিল। কিন্তু তা না করাতেই অকালে প্রাণ দিতে হল হরিদ্বার যাদবকে। এদিকে, এদিন হরিদ্বার যাদবের এই মৃত্যুর ঘটনায় কর্মীরা বিক্ষোভ দেখানোর সময় সেখানে হাজির হন ওই সিনিয়র সেকশান ম্যানেজার। এই সময় উত্তেজিত কর্মীরা তাঁকে চুড়ান্ত হেনস্থা করেন বলে অভিযোগ। তাঁকে মারধরও করা হয়। যদিও এই বিষয়ে রেলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।