সম্প্রতি পাল্লা পুলিশ ক্যাম্পের ৯জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছিলেন। এরপর খণ্ডঘোষ থানার ওসি সহ প্রায় ৩১জন পুলিশ কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হন। এই ঘটনায় খোদ খণ্ডঘোষ থানাকে পাশের একটি অনুষ্ঠান বাড়িতে স্থানান্তরিত করতে হয়। এমনকি জেলার অন্যান্য থানা থেকে পুলিশ কর্মীদের নিয়ে এসে থানার কাজ সচল করতে হয় জেলা পুলিশ কে। চলতি করোনা উদ্ভুত কঠিন পরিস্থিতিতে পুলিশ কর্মীদের রাস্তায় নেমে দিনরাত কাজ করতে হচ্ছে। ফলে করোনা আক্রান্তের সংখ্যাও প্রতিদিনই বাড়ছে বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও এই বিষয়ে রীতিমত উদ্বেগ প্রকাশ করেন। একইসঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেবারও নির্দেশ দেন জেলার পুলিশ সুপার দের। এদিকে, জেলা পুলিশ সূত্রে জানা গেছে, চলতি সময়ে লাগাতার পুলিশ কর্মীদের করোনা টেষ্ট চলছে। একইসঙ্গে বর্ধমান থানার পুলিশ কনষ্টেবলের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার গোটা থানা সহ সমস্ত গাড়িকে স্যানিটাইজ করা হয়। একইসঙ্গে পুলিশ ব্যারাককে ফাঁকা করা হচ্ছে। সেক্ষেত্রে ব্যারাকে থাকা পুলিশ কর্মীদের অন্যত্র থাকার ব্যবস্থা করা হচ্ছে।