বর্ধমানে কালীপুজোয় সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা মেহেদিবাগানের পুজোয়

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: কালীপুজোকে কেন্দ্র করে বর্ধমানে সাম্প্রদায়িক সম্প্রীতির পুজো অনুষ্ঠিত হচ্ছে এবার মেহেদিবাগান এলাকায়। একদিকে যখন দেশ জুড়ে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিচ্ছে, সেই সময় শক্তি আরাধনায় বর্ধমানের মেহেদিবাগান শ‌্যামাপুজো কমিটির পুজোর খুঁটি পুজোর উদ্বোধন করলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন আইএনটিটিইউসি সভাপতি ইফতিকার আহমেদ ওরফে পাপ্পু। 

এই বছর এই পুজো ৭৫তম বর্ষে পা দিল। এবারে পুজোর থিম করা হয়েছে তিতুমীরের বাঁশের কেল্লা। শুক্রবার খুঁটি পুজোর এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস। এদিন বিধায়ক খোকন দাস জানিয়েছেন, মেহেদিবাগানের এবারের পুজো শহরের সবথেকে বড় পুজো হতে চলেছে।

 তিনি জানিয়েছেন বর্ধমান শহরে কখনো কোনদিন জাতপাত মাথা চাড়া দেয়নি। কোনদিন দেবেও না। পুজো উদ‍্যোক্তা ইফতিকার আহমেদ (পাপ্পু আহমেদ) জানিয়েছেন, হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নেই এখানে। এখানে যেমন হিন্দু মুসলিম মিলিতভাবে দুর্গা পুজোর আয়োজন করেন, তেমনি ছট পুজোরও আয়োজন করেন। প্রতিবছর শ‍্যামা পুজোরও আয়োজন হয়।

Recent Posts