ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: দেখতে দেখতে কালীর দ্বিতীয় সন্তানের বয়স ৫০দিন হয়ে গেল। এখন সুস্থ সবল কালীর পুত্র সন্তান দিব্যি মায়ের নজরদারিতে দৌড় ঝাঁপ করে বেড়াচ্ছে। দুর্ভাগ্যবশত কালীর প্রথম সন্তানের আয়ু বেশিদিন না হলেও, এক বছরের মধ্যে দ্বিতীয় সন্তান প্রসব করার পর তার যত্নের কোনো ত্রুটি করেনি মা কালী।
কালী বর্ধমান রমনাবাগান জুলজিক্যাল পার্কের সর্বাধিক আকর্ষণীয় প্রাণী। স্ত্রী চিতাবাঘ। এই পার্কে কালীর একমাত্র সঙ্গী ধ্রুব। বর্তমানে সন্তান প্রসবের পর কালীর থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে ধ্রুবকে। বনদপ্তরের কর্মীদেরও স্বস্তির নিঃশ্বাস ফেলার সময় নেই, কালী আর ধ্রুবর ব্যাঘ্র শাবক কে প্রতিমুহূর্তে নজরে রাখতে তাঁদের মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে। ২৪ঘন্টা, চলছে সিসি ক্যামেরার নজরদারি।
তবে সব সম্ভাবনাকে পিছনে ফেলে কালীর পুত্র সন্তান ৫০দিন পার করে দিয়েছে। খাঁচার ভিতর মায়ের নজিরদারিতে দিব্যি ঘুরে বেড়িয়ে খেলে বেড়াচ্ছে। যদিও নতুন ব্যাঘ্র শাবকের এখনো নামকরণ হয়নি। বনদপ্তর সূত্রে জানা গেছে, আপাতত কালী ও ধ্রুবকে এনক্লোজারের ভিতর আলাদা খাঁচায় রাখা হয়েছে।