---Advertisement---

বর্ধমানে কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: প্রেমে সার্থকতা না মেলায় এবার গলায় ফাঁস দিয়ে আত্মঘাতি হল প্রেমিকাও। মৃতের নাম অর্পিতা পাল (১৬)। বাড়ি বর্ধমান শহরের ক্ষুদিরাম কলোনীর ক্যানেলপাড় এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, গত অক্টোবর মাসে অর্পিতা এবং ওই এলাকারই দিঘীরপাড়ের বাসিন্দা বিজয় ঘোষ উভয়েই বাড়ি থেকে পালিয়ে যায়। প্রায় ১০ দিন পর ফিরে আসার পর পুলিশ অর্পিতা প্রাপ্তবয়স্কা না হওয়ায় উভয়কেই নিজের নিজের বাড়িতে থাকতে নির্দেশ দেয়।

বিজ্ঞাপন
 

এর কয়েকদিন পরই বিজয় ঘোষ নিজের বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এই ঘটনার পর থেকেই অর্পিতা মানষিকভাবে ভেঙে পড়ে। সে পুলিশ লাইনের কাছে পীড়পুকুর এলাকায় একটি পার্লারে কাজ করত। শনিবার সকালে রাখালপীড়তলা এলাকা থেকে একটি গাছ থেকে অর্পিতার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছেন, অর্পিতার ব্যাগ থেকে একটি সুইসাইডাল নোটও উদ্ধার হয়েছে।
See also  জনগর্জন সভা শেষে বর্ধমান ফেরার পথে তৃণমূল কর্মীর মৃত্যু, শোক রায়না জুড়ে
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---