ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: পাত্র পাত্রীর বিজ্ঞাপনে চোখ রাখলেই দেখতে পাওয়া যায় – অমুক পাত্র বা পাত্রীর জন্য অমুক বংশীয়, অমুক শ্রেণীর পাত্র বা পাত্রী চাই। বংশমর্যাদা, কৌলিন্যের গোঁড়ামি এখনও সমাজের বুকে আছে। সমাজ পরিবর্তন হয়েছে। চলছে প্রতিনিয়ত ভাঙাগড়ার খেলা। আর সেই খেলায় এবার সমাজের সেই পুরনো অচলায়তনের একটা ইঁট খসিয়ে চারহাত এক করে বিয়ে হল দেবাশীষ – পুজার।
২০০৬ সালের জুন মাস। বর্ধমান ষ্টেশন থেকে ২০ জন শিশুকে নিয়ে শুরু হয়েছিল ব্লাইন্ড একাডেমীর আবাসিক। তাদের মধ্যে ছিলেন ৩ জন মেয়ে। তাদেরই একজন পূজা দাস। এখন সে কুড়ি বছরের যুবতী। ইতিমধ্যেই সে উচ্চমাধ্যমিক পাশ করেছে। শিখেছে আঁকা। জেলা ও রাজ্যস্তরে আঁকায় মিলেছে সাফল্য। সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগের ম্যাগাজিনেও তাঁর ছবি প্রকাশ পেয়েছে। ষ্টেশন থেকে তুলে এনে পূজার জীবন গড়ে দিয়েছে ব্লাইন্ড একাডেমী। এবার পালা বিয়ের। ব্লাইন্ড একাডেমীর সম্পাদক রাইচাঁদ সুরানা জানিয়েছেন, ওরা আমার মেয়ে। আমার দায় কন্যাদান। তাই আমরাই পাত্র খুঁজে ওর বিয়ের ব্যবস্থা করছি। ‘
পাত্র দেবাশিষ আর্ট অ্যান্ড ক্র্যাফটের শিক্ষক। তিনি জানিয়েছেন, এই বিয়েতে তাঁরা খুশি। ব্লাইন্ড একাডেমীর উদ্যোগকেও সাধুবাদ জানিয়েছেন তাঁরা। পাত্রী পূজা জানিয়েছে, ব্লাইন্ড একাডেমীর প্রত্যেকেই তাঁর অভিভাবক। তাঁরাই তাঁকে মানুষ করে আজ বিয়ে দিচ্ছেন। তাদের কাছে কৃতজ্ঞ। এদিন জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় ব্লাইন্ড একাডেমীতে গিয়ে পুজাকে আশির্বাদ করে উপহার দিয়ে এসেছেন। মঙ্গলবার সন্ধ্যায় সর্বমঙ্গলা মন্দিরে বিয়ে ঘিরেও ছিল সাজোসাজো রব। বুধবার নতুন জীবনে প্রবেশ করল পূজা আবাসিকদের উদ্যোগে শুভেচ্ছা সঙ্গে নিয়ে।