
ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী সোমবার সকাল থেকেই বর্ধমান পৌর এলাকায় রুট মার্চ শুরু করে দিল কেন্দ্রীয় বাহিনী। জেলা পুলিশ এবং প্রশাসনের আধিকারিকদের তত্ত্বাবধানে এদিন শহরের বিভিন্ন এলাকায় টহল দিলো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। মূলত ভোটারদের মনোবল বৃদ্ধি করার উদ্দেশ্যেই এই এরিয়া ডোমিনেশন বলে জেলাপ্রশাসনের তরফে জানানো হয়েছে।