---Advertisement---

বর্ধমানে খেলা দিবস উপলক্ষে এবার বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল প্রতিযোগিতা, আলোড়ন

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: খেলা হবে দিবসকে সামনে রেখে এবার অভিনব ফুটবল প্রতিযোগিতার আয়োজন করল বর্ধমানের এগ্রিকালচার ফার্ম প্রথম গেটের দোকান কমিটি। আজ রবিবার এগ্রিকালচার ফার্মের ফুটবল মাঠে আয়োজন করা হয়েছে বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশের মধ্যে ফুটবল প্রতিযোগিকার। দোকান কমিটির সদস্য মহম্মদ ইমতিয়াজ জানিয়েছেন, গোটা রাজ্য জুড়েই খেলা হবে দিবস পালন হয়েছে। আর তাঁরা এই খেলা হবে দিবসকে সামনে রেখেই এলাকার সমস্ত দোকানদারদের মধ্যে সৌভ্রাতৃত্ব এবং সৌহাদ্য বজায় রাখতে এই অভিনব খেলার আয়োজন করেছেন। 

বিজ্ঞাপন

খেলার উদ্বোধন করবেন বর্ধমান উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক নিশীথ মালিক। এছাড়াও উপস্থিত থাকবেন অঞ্চলের বিশিষ্ট তৃণমূল নেতারাও। ফুটবল প্রতিযোগিতার পুরস্কারেও রয়েছে চমক। দুদলের জন্যই থাকছে রবিবার রাতে মাংস ভাতের ভরপেট আয়োজন। এছাড়াও থাকছে ট্রফি। ইতিমধ্যেই এই প্রতিযোগিতাকে ঘিরে শুরু হয়েছে গোটা এলাকা জুড়ে চর্চা। বিবাহিত হবার পর ফুটবল খেলার ক্ষমতা কি কমে যাচ্ছে – তা যাচাই হবে এদিন বলছেন উদ্যোক্তারা।
See also  পুলওয়ামা কাণ্ডে শহীদ সেনাদের নামে ৪০টি বৃক্ষরোপণ করে শ্রদ্ধাজ্ঞাপন বর্ধমানে
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---