বর্ধমানে গাছ উপরে পরে জিটি রোডে যান চলাচল ব্যাহত, পরে

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানে: টানা প্রবল বৃষ্টির জেরে জিটি রোডের উপর উপরে পড়ল একটি বড় কৃষ্ণচূড়া গাছ। ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের তিনকনিয়া বাস স্ট্যান্ডের উল্টোদিকে জিটি রোডের উপর। রাস্তা জুড়ে গাছ ভেঙে পড়ার পর কার্যত কর্জন গেটের দিক থেকে স্টেশনের দিকে যাবার রাস্তা বন্ধ হয়ে যায়। বিদ্যুতের তারের উপর গাছটি ভেঙে পড়ায় আতংক ছড়ায় এলাকায়। 

গাছ ভেঙে পড়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন পৌরসভার এক্সিকিউটিভ অফিসার সহ বর্ধমান থানার পুলিশ। খবর দেওয়া হয় বিদ্যুৎ দপ্তর এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরে। দ্রুত বিদ্যুৎ বিচ্ছিন্ন করে গাছ কাটার কাজ শুরু করে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল সাড়ে ৪টা নাগাদ। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় ফের যান চলাচল স্বাভাবিক হয়। পুরসভার এক্সিকিউটিভ অফিসার অমিত গুহ বলেন, টানা বৃষ্টির জেরে মাটি আলগা হয়েই সম্ভবত কৃষ্ণ চূড়া গাছটি উপরে পড়েছে। কিছুক্ষনের জন্য জিটি রোডের একদিকের যান চলাচল ব্যাহত হয়। যদিও তৎপরতার সঙ্গে সমস্ত দপ্তর কাজ করে পরিস্থিতি স্বাভাবিক করে।

Recent Posts