ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: আগামী ১৫ জানুয়ারী বর্ধমানে ঘুড়ি মেলা অনুষ্ঠিত হতে চলেছে। আর তার আগেই চীনা মাঞ্জা নিয়ে জেলাশাসকের দ্বারস্থ হলেন বর্ধমানের পশুপ্রেমী সংস্থা ভয়েস ফর ভয়েসলেস নামে একটি সংস্থা। সংস্থার সাধারণ সম্পাদক অভিজিত মুখার্জী জানিয়েছেন, কার্যত এই ঘুড়ি মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহর জুড়ে শুরু হয়েছে ঘুড়ি ওড়ানো। অভিজিতবাবু জানিয়েছেন, ঘুড়ি মেলাকে কেন্দ্র করে ১৪ থেকে ১৬ জানুয়ারী গোটা শহর জুড়েই ব্যাপকহারে ঘুড়ি ওড়ানো হবে। আর তাই এখন থেকেই গোটা বাজারে ছেয়ে গেছে চীনা মাঞ্জা।
অভিজিতবাবু জেলাশাসককে জানিয়েছেন, সাম্প্রতিককালে এই চীনা মাঞ্জার জেরে কলকাতার মা ফ্লাইওভারে এক ব্যক্তির মৃত্যুও হয়। তিনি জানিয়েছেন, শুধু এটাই নয়, সাম্প্রতিককালে পূর্ব বর্ধমান জেলাতে এই চীনা মাঞ্জার জেরে ৪৩টিরও বেশি পাখি মারাও গেছে। অভিজিতবাবু জানিয়েছেন, ভয়াবহ ক্ষতিকর এই চীনা মাঞ্জা বিক্রি অবিলম্বে বন্ধের দাবিতে তিনি এদিন জেলাশাসকের কাছে আবেদন করেছেন। তিনি জানিয়েছেন, শুধু চীনা মাঞ্জাই নয়, অন্যান্য ধারালো ঘুড়ির সুতোয় দেখতে না পেয়ে পথ চলতি রাস্তাঘাটে বহু মানুষ আচমকাই বিপদের সম্মুখীন হচ্ছেন। তাই অবিলম্বে এইসমস্ত ক্ষতিকারক ঘুড়ির সুতোর ব্যবহারের উপর লাগাম টানা উচিত।